Wellcome to National Portal

জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রতিবছর ১লা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত মোট ০৮ (আট) মাস দেশব্যাপি জাটকা (২৫ সে.মি. পর্যন্ত সাইজের ইলিশ) ধরা, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয়, বাজারজাতকরণ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ ।

Main Comtent Skiped

Vision and Mision

ভিশন ও মিশন

ভিশন: মৎস্যজাত উৎস হতে প্রাণিজ আমিষের চাহিদা পুরণ, দারিদ্র বিমোচন ও রপ্তানি  আয় বৃদ্ধি।

মিশন: মৎস্য ও চিংড়িসহ অন্যান্য  জলজ সম্পদের স্থায়িত্বশীল  উৎপাদন বৃদ্ধি করে দেশের পুষ্টি চাহিদা পুরণ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং অভীষ্ঠ জনগোষ্ঠীর অংশগ্রহণে উন্মুক্ত জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার  মাধ্যমে হতে প্রাপ্ত  সুফলের মাধ্যমে দুরদ্র মৎস্যজীবী ও মৎস্যচাষি  তথা বাংলাদেশের আর্থ সামাজিক  উন্নয়ন সাধন।